Sojib Hossain - Bangladesh

"পুরোনো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সে চোখের দেখা প্রানের কথা
সেকি ভোলা যায়।"

মানুষের জীবন স্মৃতি বিজড়িত, কত শখ, কত স্বপ্ন গাঁথা জীবনের এই ব্যস্ততার মাঝে অনেক কিছু ভুলে গেছি। কিন্তু ছোটবেলার কিছু স্মৃতি আজও মনকে অশ্রুসজল করে তোলে। হারিয়ে যাওয়া ছোটবেলা ফিরে পেতে মন কার না চায়? এখনো ছোটবেলার কিছু দেখলেই আবেগে মন ভরে যায়...
ছোট্ট একটা ঘটনা বলি,

কংক্রিটের এই শহরে রোজকার মতোই একদিন ফোনে ফেসবুক দেখছিলাম। নীল-সাদা ডিসপ্লেতে ব্রাউজ করতে-করতে দেখলাম, এক জাদুকর তার ঝুলি থেকে এমন জাদু দেখাচ্ছে। যা দেখছি আর আবেগে ডুবে যাচ্ছি। তিনি দেখাচ্ছিলেন রঙ বেরঙের দেয়াশলাই বাক্স (ম্যাচ বক্স) যা কিনা বর্তমান যুগে এসে প্রায় বিলুপ্তির পথে। তাঁর সংগ্রহের ম্যাচ গুলো দেখে আবেগ আর ছোটবেলায় ম্যাচ নিয়ে নানা রকম খেলার কথা মনে পড়ে গেলো! কিন্তু এটাতো কখনো ভাবিনি দেয়াশলাই বাক্স (ম্যাচ বক্স) ও সংগ্রহ করা যায়! শুরু হলো আমার দেয়াশলাই বাক্স (ম্যাচ বক্স) সংগ্রহ করা। যখনি একটা একটা করে সংগ্রহ করি মনে হয় যেন আস্তে আস্তে ছেলেবেলায় ফিরে যাচ্ছি। সংগ্রহের জীবনে ঢুকতেই পরিচিত হতে লাগলাম আরও বড় সংগ্রাহকদের সাথে, দিপন আমার বন্ধু সেও সংগ্রাহক। নাবিল ভাই, শিমুল ভাই আরও বেশ কিছু সংগ্রাহকদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে।

একদিনের ঘটনা
সম্ভবত ২০১৬ সালের ঘটনা হবে। বাঙলার রঙ নামে একটা দেয়াশলাই বাক্স আমার নজর কাড়লো খুব। আমি অবাক দৃষ্টিতে দেখতে লাগলাম। আমাদের বাংলাদেশকেও একটা দেয়াশলাই বাক্সে দেখানো সম্ভব! ১২টা ম্যাচের ভেতর ১২টা ভিন্ন রকম ছবি। আহা! সে কি সুন্দুর! এত সুন্দর যে ম্যাচ হতে পারে, না জানি যে ম্যাচটি ডিজাইন করেছে সে কেমন? শুরু হয়ে গেলো বাঙলার রঙ দেয়াশলাই ডিজাইনারের খোঁজ। খুঁজতে খুঁজতে পেলাম তাকে। মনে হলো যেন দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধে বিশ্ব সংসার তন্ন তন্ন করে নীলপদ্মের বদলে খুঁজে পেয়েছি তাকে। আরে, ইনি তো সেই দেয়াশলাই যাদুকর ”সাকিল হক”। তাঁর ভিডিও ইউটিউবে দেখে আজ আমি সংগ্রাহক হয়েছি। ওনার কাছে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব ম্যাচই সংগ্রহে আছে। ”সাকিল হক” ওনাকে দেখে যে কত মানুষ সংগ্রহে এসেছে সে কথা বলে শেষ করা যাবে না। ওনার বাসায় একটা ম্যাচবক্সের মিউজিয়াম। আমার সৌভাগ্য হয়েছে এই ম্যাচবক্সের ম্যাজিশিয়ানের সাথে পরিচিত হওয়ার। শুধু সংগ্রহ যে সব কিছু নয়, তার পেছনে অনেক যত্ন, তার পেছনের ইতিহাসও যে জানতে হবে, এটা আমার সাকিল ভাইয়ের কাছ থেকেই শেখা।
পরিশেষে এটাই বলবো সংগ্রহ নয়, আমি জমা করছি আমার ছোটবেলার স্মৃতি, আবেগ, ভালোবাসা। এখনো এই রঙ-বেরঙের ম্যাচগুলো দেখলে অতিতে ভেসে বেড়াই, মনে হয় আহা! এইতো সেদিনের কথা।


সজীব হোসাইন
জাদুশিল্পী, ম্যাচবক্স সংগ্রাহক, সাংবাদিক; আরটিভি।









No comments:

Post a Comment